#Study_in_Sweden

বলা হয়ে থাকে “Sweden is the home of some world’s best Universities” আর সেজন্যই প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সুইডেনে পাড়ি জমায়।

সুইডেনে পড়াশোনাকালীন আপনাকে স্বাধীনভাবে, সৃজনশীল পদ্ধতিতে এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা করতে শেখানো হবে। ফলে আপনি পাবেন নিজেকে মেলে ধরার শতভাগ নিশ্চয়তা।

সুইডিশদের এমন বৈশিষ্ট্যের ফলেই সমগ্র পৃথিবীতে আজ তারা উদ্ভাবনী দেশগুলোর মাঝে অন্যতম স্থান দখল করে আছে।
তিন বছর ব্যাচেলর ডিগ্রি এবং দুই বছর মাস্টার ডিগ্রীর পর আপনি পাবেন Ph.D করার সুবর্ণ সুযোগ।

এদিকে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানের পাশাপাশি ফিল্ডে প্র্যাক্টিকালি কাজ করার সুযোগ পায় বিধায় সরাসরি জব সেক্টরে নিজের ক্যারিয়ার নিশ্চিত করতে পারে। সর্বোপরি Global Jobs Club – এ একজন শিক্ষার্থী নিজেকে অন্তর্ভুক্ত করার ব্যাপক সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়গুলোর বিরাট নেটওয়ার্কিং এর মাধ্যমে।

তাই আপনারা যারা দেশের বাইরে Higher Education এর কথা ভাবছেন তারা নিঃসন্দেহে সুইডেনকে বেছে নিতে পারেন নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে।

এক্ষেত্রে STEPS Education ২০১১ সাল থেকে Sweden তথা Nordic দেশগুলোতে অত্যন্ত সফলতার সাথে ভর্তি ও Visa Processing সেবা দিয়ে আসছে। আমরা সুইডেনের ৩১ টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের পছন্দমতো নির্বাচিত বিশ্ববিদ্যালয় এবং বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে থাকি। সেইসাথে তাদের যোগ্যতানুযায়ী সঠিক দিকনির্দেশনা দিয়ে Admission, Scholarship এবং Visa প্রাপ্তি নিশ্চিত করি।

আমাদের ঠিকানা –
Steps Education
Plot # 1/C [5th floor],
Road# 02, Sector# 03,
Uttara, Dhaka-1230

Hotlines: +8801760 098 188/89
Cell: +8801848 389212
Land Phone: +8802 55094058
e-mail: info@steps.com.bd

বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নাম্বার 01848 389212 এ অথবা মেসেজ করুন পেইজের ইনবক্সে।

 



Leave a Reply

Close