Seminar on study in china & Russia

China & Russia -তে উচ্চ শিক্ষা-কাজ ও স্থায়ী বসবাস শীর্ষক ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে নিম্নের লিঙ্কে ক্লিক করে free Registration করুন :
https://goo.gl/Ua7OxM

STEPS আনন্দের সাথে জানাচ্ছে যে আগামী 18 , March এক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে China & Russia-য় উচ্চ শিক্ষা কাজ ও স্থায়ী বসবাস সম্পর্কে বিস্তারিত ও সঠিক দিক নিরদেশনা দেয়া হবে।

Date: 18,March , 2017
Time: 3:00 Pm to 5:30 pm
Venue: STEPS EDUCATION
Address : Suvastu Madhobilata(3rd Floor),Plot#67,Road#17,Block#C,Banani, Dhaka-1212

বিস্তারিত জানতে সেমিনারে অংশগ্রহণ করুন।
যোগাযোগ Hotline : +8801760098188-89

Call: +8801848389214 .

সেমিনারে-এ অংশগ্রহন এর জন্য নিচের অংশের ফরমটি পূরণ করে SUBMIT বাটন ক্লিক করে রেজিস্ট্রেশন করুন-
https://goo.gl/Ua7OxM
*******************************************************************************************************

Call: +8801848389214 .

China: শক্তি, সমৃদ্ধি  ও অর্থনৈতিক  অগ্রগতির দিকে তাকালে China কে চিনে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। China পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দক্ষ জনবলে পরিপূর্ণ। অন্যদিকে তাদের মেধা, শ্রম এবং অত্যাধুনিক আবিষ্কার দিয়ে পৃথিবীর বুকে China কে দ্বাড় করিয়েছে একটি শক্তিশালী, সমৃদ্ধশালী এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতীক  হিসেবে।  China শুধুমাত্র World Economy কে Lead করছে না বরং Quality Education, Research  এবং Global Reputed  Education Institute / University কে দিয়ে বিশ্ব Education Sector কে  প্রাচীন কাল থেকেই নেতৃত্ব দিয়ে আসছে।

Study MBBS or Medical science in China:

চিকিৎসা ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় ও তার সমাধানে China বর্তমানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। Health Science এ পড়াশুনা ও Research  এর জন্য পৃথিবীতে যতগুলি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে তার বেশির ভাগই China তে অবস্থিত। আর এই বিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশুনার সুযোগ যদি তুলনামূলক পৃথিবীর সবচেয়ে কম খরচে  পাওয়া যায় তাহলে আমাদের বাংলাদেশী মেধাবী ছাত্রছাত্রী যারা MBBS  পড়তে চায়  তাদের জন্য China কেন নয়? তাই যারা HSC পাশ করার পর একটি  বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে World class MBBS পড়তে চায় অথবা যারা HSC পাশ করার পর কোন সরকারী Medical Collage গুলিতে Chance না পেয়ে হতাশায় ভুগছেন তাদের জন্য China তে MBBS পড়ার সুযোগের  বিকল্প হতে পারে না।

China – তে Health science/ MBBS পড়ার সুবিধা সমূহঃ

১। স্বদেশী Private Medical Collage গুলির থেকে তুলনামূলক কম খরছে বিশ্ববিখ্যাত  বিশ্ববিদ্যালয়  থেকে বিশ্বমান সম্পন্ন Degree অর্জন।
২। ভর্তি পরীক্ষা এবং IELTS ছাড়াই ভর্তির সুযোগ
৩। চায়নার MBBS কোর্স Curriculum বাংলাদেশের মতই।
৪। China -র University WHO, PLB(UK), MOE (China), MCI(India)এবং BMDC(Bangladesh) কতৃক অনুমোদিত।
৫। China -র University গুলোর সাথে UK, USA, Australia, Canada এর অন্যান্য দেশের বিভিন্ন University এর সাথে Cooperation এবং Exchange program Relationship আছে ।
৬। Student চাইলে China-তে Practice করতে পারে।
৭। পড়াশোনা শেষ করে China-র Medical গুলোতে Doctor হিসাবে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে।
৮। চায়নাতে ডাক্তারীকে একটি শালীন ও প্রতিযোগীতা মূলক পেশা হিসেবে বিবেচনা করা হয় বিধায় ডাক্তারদের কে High salary offer করা হয়।

China University Scholarship:

China সরকার Business এবং Engineering প্রগ্রাম এর উপর বিদেশী Student দের জন্য বিভিন্ন Scholarship অফার করে থাকে যার ফলে Student রা part time job না করেই নিজের খরচ বহন করার সুবিধা ভোগ করতে পারে। China University Scholarship এ সম্পূর্ণ টিউশন fee ফ্রি পড়ার সুযোগ আছে।

স্কলারশিপ দিচ্ছে যে সব বিশ্ববিদ্যালয়ে:
1. Kunming University
2. Sichuan University
3. Tianjin Polytechnic University
4. Wuzhou University
5. Jiangshu University Of Science and Technology
6. Nanjing University of Science & Technology
7. HUZHOU UNIVERSITY
8. CHONGQING JIAOTONG UNIVERSITY

Admission Procedure:

১. প্রথমে আপনাকে আপনার সব সার্টিফিকেট, মার্কসিট ও পাসপোর্র্ট এর প্রথম ১৫ পৃষ্ঠা এর ফটোকপি বা স্কান কপি দিতে হবে এবং সাথে ৮ কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।
২. সব প্রয়োজনীয় পেপার্স জমা দেয়ার পর আপনাকে ইউনিভার্সিটি আবেদন পত্র আমাদের কনসালটেন্টের সাহায্যে পূরন করতে হবে।
৩. তারপর আবেদন রিভিউ করার জন্য ইউনিভার্সিটি (এডমিশন কমিটির) কাছে পাঠানো হবে ।
৪. আবেদন করার ৭ দিনের মধ্যে অধিকাংশ ইউনিভার্সিটি তাদের অফার লেটার/ এডমিশন লেটার পাঠিয়ে দেয়।
৫. অফার এডমিশন লেটার পাওয়ার Student দের কে এডমিশন ফ্রি এবং প্রশাসনিক ফ্রি দিতে হবে।
৬. তারপর আপনাদের কে medical চেক আপ করার জন্য পাঠানো হবে।
৭. Admission Letter পাওয়ার ২/৩ সপ্তাহের মধ্যে Student রা JW202 বা China সরকারের অনুমদন প্রত্র) পাবে JW202 আসার পর স্টুডেন্টদেরকে ভিসার জন্য এমবাসিতে নিয়ে যাওয়া হবে।

**************************************************************************************************************************************************************************************************************

Study In Russia:
জ্ঞান বিজ্ঞান ও শক্তি সামর্থ দিয়ে প্রাচীনকাল থেকেই Russia সমগ্র পৃথিবীকে শাসন করে আসছে। Russia তার innovative idea, research এবং Power of knowledge কে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কারের মধ্যদিয়ে বিশ্বকে এনেছে এক নতুন উচ্চতায়। আর এই সফলতার মূলেই রয়েছে তার Quality Education.

দীপ্ত স্বপ্নে প্রজ্বলিত যারা জীবনের career গড়তে চায় তাদের প্রয়োজন একটি quality education, effective research এবং innovative environment আর এই স্বপ্ন পুরনে রাশিয়া হতে পারে আপনার study destination. Russia তে তুনলামুলক অত্যন্ত কম খরচে একটি world class degree অর্জন করা যায়। এছাড়া Russia তে বসবাসের খরচও খুবই কম।

Student-রা Russia তে পড়াশুনা চলাকালীন সময়ে part-time job করতে পারবে। Russia শুধুমাত্র একটি world class education এর মধ্যদিয়ে আপনাকে আন্তর্জাতিক ভাবে একজন যোগ্য ব্যক্তি হিসাবেই গড়ে তুলছেনা বরং পড়াশুনা শেষ করার পর student রা Russia- তে একটি full time job পেলে Russian Government তাদের Russia তে work permit visa প্রদানের মাধ্যমে বৈধভাবে থাকার সুযোগ দিচ্ছে। আর work permit visa তে একটি নিদিষ্ট সময় পর্যন্ত Russia তে অবস্থান করার পর তারা Russian Citizen হওয়ার জন্য আবেদন করতে পারেন।

আপনার এই স্বপ্ন পুরনে Steps এর রয়েছে একঝাক দক্ষ কাউন্সেলর এবং Russia তে বেশকিছু বিশ্ববিদ্যালয় এবং ল্যাঙ্গুয়েজ ইন্সিটিউট এর সাথে দৃঢ় সেতুবন্ধন।

Why Russia?

 Opportunity To Settle
 No IELTS
 No Sponsor
 Very Low Tuition Fees
 Guaranteed Visa
 Study Gap Up To 4 Years Allowed
 Part Time Work Opportunities
 Tuition Fees After Visa

Entry Requirements:

 Scan copy of International Passport minimum valid for 2 years
 Filled Application Form
 Scan copy of High School Certificate/ transcripts for Bachelor Degree
 Certificate + Mark sheets (if applying for Master)
 Photo 2 Copy (3*4 CM)

এছাড়াও অন্যান্য University এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারেঃ+8801848389214 .
আগামী 2017 এর Autumn (August) সেশন এ যেতে হলে দেরী না করে এখনই আমাদের মাধ্যমে আপনার প্রসেসিং শুরু করে দিন। ভর্তি ও ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার সার্টিফিকেট, মার্কশীট,পাসপোর্ট, সহ সরাসরি আমাদের অফিস এ আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Contact: +8801848389214 .
Hotline: +8801760098188-89.
Website: www.steps.com.bd
Our Address:
Banani Office:
Suvastu – Madhabilata ( 3rd Floor )
Plot # 67, Road # 17, Block # C, Banani,Dhaka-1212,
Email: info@steps.com.bd

 

 



Leave a Reply

Close